রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে তোপ দাগলেন মানস ভুঁইয়া
সোনারপুর, ১৩ জুলাই (হি. স.) : বিগত কয়েকদিন ধরে চলা নিম্নচাপে প্রবল বর্ষণ হয়েছে জেলায় জেলায়। ডুবেছে ঘাটাল, ভাসছে খানাকুল। রাজ্যের সর্বত্রই বিপর্যস্ত জনজীবন। রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। মুখ খুললেন
মানস ভুঁইয়া


সোনারপুর, ১৩ জুলাই (হি. স.) : বিগত কয়েকদিন ধরে চলা নিম্নচাপে প্রবল বর্ষণ হয়েছে জেলায় জেলায়। ডুবেছে ঘাটাল, ভাসছে খানাকুল। রাজ্যের সর্বত্রই বিপর্যস্ত জনজীবন। রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। মুখ খুললেন কেন্দ্র সরকারের ‘উদাসীনতা’ নিয়ে। রবিবার সোনারপুরে একটি রক্তদান শিবিরে গিয়েছিলেন মানস। সেখানেই তোপের পর তোপ দাগলেন কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে।

এদিন মানস ভুঁইয়া বলেন, “একদিকে প্রকৃতির তাণ্ডব, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জেরে রাজ্য কার্যত স্যান্ডউইচে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রকে জানিয়েছেন যেন আগাম সতর্কবার্তা দিয়ে জল ছাড়া হয়। মুখ্যসচিবও বারবার কেন্দ্রকে চিঠি দিয়েছেন। এমনকি সংশ্লিষ্ট দফতরের তরফেও অনুরোধ জানানো হয়েছে। কিন্তু কেন্দ্র কোনওরকম দায়িত্ব নেয়নি।”

তাঁর দাবি, বন্যা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। উদ্ধারকাজ, ত্রাণ বিলি, আশ্রয় শিবির খোলা সবই হয়েছে। তাঁর অভিযোগ, রাজনীতি নয়, এই সঙ্কটকালে মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য, যা কেন্দ্র সরকার করতে ব্যর্থ হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande