দূর্গাপুরেই প্রধানমন্ত্রীর সভা, প্রস্তুতি বৈঠকে দীর্ঘ আলোচনা বিজেপির
পশ্চিম বর্ধমান, ১৩ জুলাই (হি. স.) : বৃষ্টিকে উপেক্ষা করেই রবিবার ছুটির দিনে মোদীর সভাস্থল পরিদর্শন কর্মসূচি সম্পন্ন করল ভারতীয় জনতা পার্টির সদস্যরা । এদিন পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরেই কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। আগামী ১৮ জুলা
নেহেরু স্টেডিয়ামে বিজেপির পরিদর্শন ও প্রস্তুতি বৈঠক


পশ্চিম বর্ধমান, ১৩ জুলাই (হি. স.) : বৃষ্টিকে উপেক্ষা করেই রবিবার ছুটির দিনে মোদীর সভাস্থল পরিদর্শন কর্মসূচি সম্পন্ন করল ভারতীয় জনতা পার্টির সদস্যরা । এদিন পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরেই কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। আগামী ১৮ জুলাই নেহেরু স্টেডিয়ামে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোরকদমেই চলছে সভা আয়োজনের সবরকমের কাজ। এদিন প্রাথমিকভাবে সভাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয়, রাজ্য ও জেলা নেতৃত্ব। দলের কেন্দ্রীয় নেতা সতীশ ধুন্দ, বিধায়িকা অগ্নিমিত্র পল, রাজ্য নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। রবিবার স্টেডিয়ামের সংলগ্ন যোগা সেন্টারে প্রাথমিকভাবে বৈঠকও হয়েছে। মঞ্চ বাঁধা থেকে শুরু করে সভা শেষের আগেই যে অনুষ্ঠান হবে, দর্শকাসন, প্রহরা, নিরাপত্তার বেষ্টনী ইত্যাদি নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। খতিয়ে দেখা হয়েছে নিরাপত্তা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande