বীরভূম, ১৩ জুলাই (হি. স.) : বীরভূমের সাঁইথিয়াতে ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে নটি আসনের সবগুলিতেই জয়জয়কার বিজেপির। রাজ্যের শাসকদল একটা আসন পেল না। নির্বাচনে অংশগ্রহণ করেছিল বামেরাও। কিন্তু, তারাও একটিও আসন জিততে পারেনি।
ইটাহাট সমবায় সমিতিতে মোট ভোটারের সংখ্যা ৯২৮। বিজেপি, তৃণমূল এবং বামেরা নির্বাচনে অংশ নিয়েছিল। এদিন ফল ঘোষণার পর দেখা যায়, এই সমবায় নির্বাচনে তেমন ছাপ ফেলতে পারেনি তৃণমূল ও বামেরা। সব আসনে জেতার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। গেরুয়া আবির খেলেন। পরস্পরকে মিষ্টিমুখ করান বিজেপি কর্মীরা। মিছিলও করেন তাঁরা।
সমবায় সমিতিতে জয়ের পর বোলপুর সংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “তৃণমূলের শক্ত ঘাঁটি অনেকদিন আগেই ভেঙে গিয়েছে। এখন গা-জোয়ারি ঘাঁটি বলতে পারেন। যেখানে ভোট হয়েছে, তৃণমূল গা-জোয়ারি করেছে। পুলিশকে ব্যবহার করেছে। কিন্তু, যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন, সেখানে তৃণমূল হেরেছে।” তিনি আরও বলেন, “বীরভূম জেলার মধ্যে ময়ূরেশ্বর বিজেপির শক্ত ঘাঁটি। আমরা সব আসনে জেতার ব্যাপারে আশাবাদী ছিলাম। তৃণমূলের নেতারা এখানে রাজনীতির নামে প্রহসন চালায়। তবে শুধু এখানে নয়, মানুষ যেখানেই ভোট দিতে পারবেন, সেখানেই বিজেপি জিতবে।”
হিন্দুস্থান সমাচার / সোনালি