কলকাতা, ১৩ জুলাই (হি. স.) : পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় নেপালি কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। বৃষ্টি বিঘ্নিত পরিবেশেই রবিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় কিংবদন্তী ওই কবির প্রতি তাঁর স্মৃতিতেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন । সেইসঙ্গে রাজ্যের কৃষি ও পরিষদীয় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং নেপালি কবির প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। এরপর বিধানসভায় উপস্থিত অন্যান্য কর্মীরাও তাঁর স্মৃতিতেই শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত