কলকাতা, ১৪ জুলাই (হি.স.) : ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ে লক্ষ্যটা দুইশর নিচে রাখতে পারলেও, ব্যাটিংয়ে নেমে দিন শেষে স্বস্তিতে নেই ভারত। চতুর্থ দিন দুই দল মিলিয়ে উইকেট পড়েছে মোট ১৪টি। প্রথম ইনিংসে দুই দলের সমান স্কোর। এরপর দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ১৯৩ রানের লক্ষ্য তাড়ায় ভারত দিন শেষ করেছে ৪ উইকেটে ৫৮ রানে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল ৩৩ রানে অপরাজিত আছেন। ব্যাটিং ধসের পর বোলিংয়ে শুরুটা দারুণ করল ইংল্যান্ড। রোমাঞ্চকর শেষের অপেক্ষায় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির লর্ডস টেস্ট। জয়ের জন্য শেষ দিনে ভারতের প্রয়োজন ১৩৫ রান, ইংল্যান্ডের চাই ৬ উইকেট। জিততে পারে যে কেউ।
চতুর্থ দিনে বিনা উইকেটে ২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দলীয় ২২ রানে ওপেনার ডাকেটকে ফিরিয়ে ভারতকে প্রথম উইকেট এনে দেন মহম্মদ সিরাজ। এরপর সিরাজের দ্বিতীয় শিকার হওয়ার ওলি পোপ (৪)। দলের ৫০ রানে আরেক ওপেনার জ্যাক ক্রলিকে(২২) রানে আউট করেন নিতিশ রেড্ডি। এরপর ইনিংস গড়ার চেষ্টা করেন জো রুট ও হ্যারি ব্রুক৷ কিন্তু ব্রুককে বোল্ড করেন আকাশ দীপ। ১৯ বলে ২৩ রান করেন এই ডানহাতি ব্যাটার। এরপর জো রুটকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন অধিনায়ক বেন স্টোকস। কিন্তু ৪০ রান করা রুটের আউটের পর ছন্দপতন হয় দলের। স্টোকস ৩৩ রানে ফেরার পর বাকিরা কেউ ভালো স্কোর করতে পারেননি। ১৯২ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৪ উইকেট শিকার করেন ওয়াশিংটন সুন্দর।
১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানে বিদায় নেন জয়সওয়াল (০)। এরপর রাহুল ও নায়ার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ইনিংসের ১৩তম ওভারে নায়ারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্রাইডন কার্স। তার কিছুক্ষণ পর গিলকেও (৬) একইভাবে আউট করেন কার্স। শেষ দিকে নাইটওয়াচ ম্যান হিসেবে নেমে সুবিধা করতে পারেননি আকাশ দীপ। স্টোকসের বলে বোল্ড হয়ে ফিরে যান ১ রানে। দিন শেষে কেএল রাহুল অপরাজিত আছেন ৩৩ রানে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি