ফ্লোরিডা, ১৪ জুলাই (হি.স.) : কাতার ২০২২ বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রাইজমানি হিসেবে পেয়েছিল ৪২ মিলিয়ন মার্কিন ডলার। ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ এর তিনগুণেরও বেশি। ১ বিলিয়ন প্রাইজমানির টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের জন্য রাখা হয়েছে ১২৫ মিলিয়ন মার্কিন ডলার।
এই বিশাল বাজেটের টুর্নামেন্টে ২ বিলিয়ন মার্কিন ডলার আয় করার লক্ষ্যমাত্রা রেখে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যা ভারতীয় মুদ্রায় ২৪ হাজার কোটি টাকার মতো। ফিফা সেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে!
নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে রবিবার ইনফান্তিনো বলেছেন, ‘অনেকে বলেছে আর্থিকভাবে এই বিশ্বকাপ সফল হবে না, কিন্তু আমি বলতে পারি যে এই প্রতিযোগিতা থেকে আমরা ২ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছি, প্রতি ম্যাচে গড়ে ৩৩ মিলিয়ন ডলার। বিশ্বের আর কোনো টুর্নামেন্টে ম্যাচপ্রতি ৩৩ মিলিয়ন ডলার তো দূরের কথা, কাছাকাছিও আয় নেই।’
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি