উত্তর ২৪ পরগনা, ১৫ জুলাই (হি.স.): বাজার করে আর বাড়ি ফেরা হল না। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। তৃতীয়জনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া থানা এলাকায়। মৃত দুই যুবকের নাম ভক্তিপদ মণ্ডল (৩৫) ও বিশ্বজিৎ দাস (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তিনজনের বাড়ি হাড়োয়া এলাকায়। এদিন সকালে তিনজন বাইক নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন। বাজার করে টাকি রোডের উপর দিয়ে ফিরছিলেন তাঁরা। নেহালপুরের কাছে ১০ চাকার একটি ট্রাক বাইকের মুখোমুখি চলে আসে। গতি বেশি থাকার কারণে সংঘর্ষ আর এড়ানো যায়নি।
সংঘর্ষে ছিটকে যান বাইকের তিন আরোহী। স্থানীয়রা ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করে প্রথমে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা জানিয়ে দেন, দু’জন আগেই মারা গিয়েছেন। তৃতীয়জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়। সেখান থেকে তাঁকে কলকাতার আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত