থ্যালাসেমিয়াদের সাহায্যের্থে দাবা প্রতিযোগিতার আয়োজন
কলকাতা, ১৫ জুলাই (হি.স.): ‌মহান উদ্যোগকে স্বাগত জানিয়ে ফের দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২০ জুলাই বিশ্ব দাবা দিবস। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ - মাইন্ড গেম চেস অ্যাকাডেমি ও চেসমিট ফাউন্ডেশনের। থ্যালাসেমিয়ায় আক্রা
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন


কলকাতা, ১৫ জুলাই (হি.স.): ‌মহান উদ্যোগকে স্বাগত জানিয়ে ফের দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২০ জুলাই বিশ্ব দাবা দিবস। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ - মাইন্ড গেম চেস অ্যাকাডেমি ও চেসমিট ফাউন্ডেশনের। থ্যালাসেমিয়ায় আক্রান্তদের পাশে দাঁড়াতে অগ্রণী ভূমিকায় উভয় সংস্থা। থ্যালাসেমিয়া রোগীদের সাহায্য করার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে। অর্থ সংগ্রহের জন্য দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ থ্যালাসেমিয়া সোসাইটির হাতে তুলে দেওয়া হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তি, চিকিৎসক, অধ্যাপক, সাংবাদিক ও অন্যান্য পেশার কৃতীরা। এই আয়োজনের পরিপ্রেক্ষিতে একদিকে যেমন দাবা খেলা হবে। অন্যদিকে, তেমন অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই মহান উদ্যোগে সামিল হতে চলেছেন শহরের বিশিষ্ট ব্যক্তিরা। মাইন্ড গেম চেস অ্যাকাডেমির সিইও ড: জয়ন্ত সরকার বলেন, “ আমরা ফের দাবার মাধ্যমেই মহান উদ্যোগে সামিল হয়েছি। থ্যালাসেমিয়া রোগীদের সাহায্য করার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিমেনশিয়া, অ্যালজাইমার্স রোগ থেকে মুক্তির জন্য দাবা খেলা যে অন্যতম উপায় হতে পারে, এই ব্যাপারে কয়েকবছর ধরে কাজ চলছে।’‌ মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চেসমিট ফাউন্ডেশনের সভাপতি মধুরিমা সেনগুপ্ত বন্দোপাধ্যায়, সচিব অনির্বান মুখার্জি, রোটারি ক্লাব অফ ক্যালকাটা আভিয়ানার প্রেসিডেন্ট শর্মিষ্ঠা দাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande