উদ্ধার অপহৃতা না‌বা‌লিকা, বাজা‌রিছড়া পু‌লি‌শের হাতে গ্রেফতার অপহরণকারী আমির উদ্দিন
বাজা‌রিছড়া (অসম), ১৫ জুলাই (হি.স.) : পনেরো দিনের মাথায় বাজা‌রিছড়া পু‌লি‌শের অভিযানে অপহরণকারীর কবজা থেকে উদ্ধার অপহৃতা নাবা‌লিকা। সঙ্গে পুলিশ গ্রেফতার করেছে অপহরণকারী যুবক জনৈক আমির উদ্দিনকে। বাজারিছড়া থানার এসআই প্রভাকর চৌধুরী জানান, গত ১ জুলাই বৈ
গ্ৰেফতার নাবালিকা অপহরণকারী আমির উদ্দিন


বাজা‌রিছড়া (অসম), ১৫ জুলাই (হি.স.) : পনেরো দিনের মাথায় বাজা‌রিছড়া পু‌লি‌শের অভিযানে অপহরণকারীর কবজা থেকে উদ্ধার অপহৃতা নাবা‌লিকা। সঙ্গে পুলিশ গ্রেফতার করেছে অপহরণকারী যুবক জনৈক আমির উদ্দিনকে।

বাজারিছড়া থানার এসআই প্রভাকর চৌধুরী জানান, গত ১ জুলাই বৈঠাখাল এলাকার এক নাবা‌লিকা স্নান করতে গে‌লে তাকে অপহরণ করে পালিয়ে যায় শ্রীভূমি জেলা সদর থানার অন্তর্গত ধনিভর কড়ামণি গ্রামের জনৈক আসদ্দর আলির বছর ২০-র ছেলে আমির উদ্দিন। পরবর্তীতে নাবা‌লিকার বাবা বাজারিছড়া থানায় অপহরণ সংক্রান্ত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত-অভিযান চালায় পু‌লিশ।

এসআই চৌধুরী জানান, অপহরণকারী যুবক ঘন ঘন স্থান প‌রিবর্তন ক‌রায় তা‌দের ধর‌তে পু‌লি‌শের বেশ বেগ পেতে হয়েছে। তবে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার ‌বিকা‌লে এক গোপন আস্তানা থে‌কে নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারীকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পু‌লিশ।

তিনি জানান, আইন অনুযায়ী নাবা‌লিকাকে গতকালই নিলামবাজার হোমে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া আজ মঙ্গলবার সকা‌লে অভিযুক্ত আমির উদ্দিনকে শ্রীভূমি জেলা সদরে সি‌জেএম আদালতে পেশ করা হ‌য়। আদাল‌তের নি‌র্দেশে আমির উদ্দিনকে পাঠানো হয় জেল হাজ‌তে।

এদিকে আজ না‌বালিকা‌কে মে‌ডি‌ক্যাল চেকআপ করিয়ে আদাল‌তে‌ পেশ করে তার বয়ান ন‌থিভুক্ত করা হয়েছে। এর পর তাকে তার অভিভাবকের কাছে সম‌ঝে দিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande