আগরতলা, ১৬ জুলাই (হি.স.) : মঙ্গলবার মৎস্য দফতরের উদ্যোগে “প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা” প্রকল্পের অধীনে “জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার” আর্থিক সহায়তায় যোগেন্দ্রনগর বিদ্যাসাগর সেতু সংলগ্ন হাওড়া নদীতে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক মাছের পোনা ছাড়া হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মেয়র ইন কাউন্সিল বাপি দাস সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, যারা বিভিন্ন নদী-নালাতে মৎস্য চাষ ও শিকার করে জীবন জীবিকা নির্বাহ করেন তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় মঙ্গলবারের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে মৎস্য উৎপাদনে এবং মৎস্য চাষের সঙ্গে যারা জড়িত তাদের সার্বিক উন্নয়ন হচ্ছে। এর জন্য তিনি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। যে লক্ষ্যমাত্রা নিয়ে আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সেটি আগামীদিনে সফল হবে বলে আশা ব্যক্ত করেছেন মেয়র। আগামীদিনেও এধরনের কর্মসূচির মাধ্যমে মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করার প্রয়াস গ্রহণ করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das