বিজেপি সরকার বিভিন্ন ট্যাক্স লাগু করে জনগণের প্যাকেট কাটার ধান্দা করছে : বিরোধী দলনেতা
আগরতলা, ১৫ জুলাই (হি.স.) : বিজেপি সরকার বিভিন্ন ট্যাক্স লাগু করে জনগণের প্যাকেট কাটার ধান্দা করছে। তাই বিদ্যুৎ মাশুল বৃদ্ধির পাশাপাশি জলের মাশুলও বৃদ্ধি করেছে সরকার। এর বিরুদ্ধে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিআই(এম)। মঙ্গল
বিরোধী দলনেতা


আগরতলা, ১৫ জুলাই (হি.স.) : বিজেপি সরকার বিভিন্ন ট্যাক্স লাগু করে জনগণের প্যাকেট কাটার ধান্দা করছে। তাই বিদ্যুৎ মাশুল বৃদ্ধির পাশাপাশি জলের মাশুলও বৃদ্ধি করেছে সরকার। এর বিরুদ্ধে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিআই(এম)। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ ও জলের মাশুল বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন জিতেন্দ্র চৌধুরী বলেন, বিগত দিনে ত্রিপুরা থেকে শুধু উত্তরপূর্বাঞ্চল নয় দেশের বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ বিক্রি করার গৌরব ছিল। কিন্তু দুঃখের বিষয় বিজেপি সরকার আসার পর এই গৌরব মুছে গিয়েছে। গত সাত বছরে ত্রিপুরাকে মডেল রাজ্য বানাতে গিয়ে কোটি কোটি টাকা ফ্লেক্স ও বিজ্ঞাপনে খরচ করে জনগণকে মাতিয়ে রেখেছেন। এদিন তিনি আরও বলেন, সিপিআই(এম) আমলে রাজ্যে বিদ্যুতের এই বেহাল দশা ছিল না। এখন বিজেপি সরকারের আমলে একটু বৃষ্টি হলেই গোটা সপ্তাহ বিদ্যুৎ আসে না। কিন্তু, সরকার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে যাচ্ছে।

তাঁর কটাক্ষ, বিদ্যুৎ মাশুল ও স্মার্ট মিটার নিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ গতকাল বিজেপি পার্টি অফিসে ম্যারাথন ব্যক্তব রেখেছেন। তিনি বিদ্যুৎ মন্ত্রী হয়ে দফতরের তরফ থেকে সাংবাদিক সম্মেলন না করে কৌশলে বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেছেন। এমনকি, ওই সাংবাদিক সম্মেলনে বিদ্যুতের বেহাল অবস্থাকে ঢাকা দিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন।

বিরোধী দলনেতার দাবি, বিজেপি সরকার বিদ্যুৎ পরিষেবাকে পুরোপুরি বেসরকারিকরণ করার জন্য স্মার্ট মিটার প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছে। তার পাশাপাশি, জলের মাশুলও বৃদ্ধি করেছে সরকার। আসলে বিজেপি সরকার বিভিন্ন ট্যাক্স লাগু করে জনগণের প্যাকেট কাটার ধান্দা করছে। এর বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে বলে আহ্বান জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande