চড়াইদেও (অসম), ১৫ জুলাই (হি.স.) : নাগাল্যান্ডের মন এবং অরুণাচল প্ৰদেশের লংডিং জেলা-ঘেঁষা উজান অসমের চড়াইদেও পুলিশ ও আসাম রাইফেলস-এর যৌথ উগ্ৰপন্থী-বিরোধী অভিযান তীব্ৰতর হয়ে উঠেছে। গত ১২ দিনে যৌথ অভিযানে রাজ্যের বিভিন্ন প্ৰান্ত থেকে ২২ জন আলফা (স্বাধীন)-এর লিংকম্যানকে গ্ৰেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে চড়াইদেওয়ের ডিএসপি গজানন্দ শৰ্মা এ তথ্য দিয়ে জানান, গতকাল রাতে মথুরাপুর থানার পুলিশ আলফা (স্বাধীন)-এর সঙ্গে যোগসূত্র রক্ষা করার অভিযোগে ওয়াংগো কন্যাক এবং পেনইয়াম কন্যাককে গ্ৰেফতার করেছে। ধৃত দুই যুবক নাগাল্যন্ডের মন জেলান্তর্গত টিজিত এলাকার বাসিন্দা।
গতকালের দুজন সহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানকারী দল গত ১২ দিনে অসমের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নাগাল্যান্ডের মন জেলা থেকে আলফা (স্বাধীন)-এর সঙ্গে পরোক্ষ বা প্ৰত্যক্ষ যোগাযোগ রক্ষা করে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির লিংকম্যান হিসেবে নিয়োজিত ২২ জনকে গ্ৰেফতার করেছে।
ওয়াংগো কন্যাক এবং পেনইয়াম কন্যাককে ছাড়া গ্ৰেফতারকৃত আলফা (স্বাধীন)-র লিংকম্যানরা যথাক্রমে কামরূপ (গ্রামীণ) জেলান্তর্গত পাণ্ডুর অসীম অধিকারী, ওদালগুড়ি জেলান্তর্গত হারিশিঙার বলেন ডেকা ও ধ্ৰুবজ্যোতি বৈশ্য, দরং জেলান্তর্গত নাপ্তাপাড়ার ধৰ্মেন্দ্ৰ ডেকা, সোনারি চেনিগুদামের সিরাজউদ্দিন আলি ও ইমরান আলি, সোনারি ভবানীপুরের সুরজিত দে, সোনারি বরাহী কছারি গ্রামের শঙ্কু দাস এবং নগাল্যান্ডের মন জেলান্তর্গত নাগিনীমরার আহাম কন্যাক।
ডিএসপি জানান, উজান অসমে আলফা (স্বাধীন)-এর গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রেখে উগ্ৰপন্থী সংগঠনটির বিরুদ্ধে তীব্ৰ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস