দুর্গাপুর, ১৫ জুলাই (হি.স.) :
অভিনব কায়দায় চুরি! ফাঁকা বাড়িতে ঢুকে চা খেয়ে, শৌচকর্মও সেরে বাড়ির তিন তলার সব আলমারি ভেঙে নগদ টাকা এবং সোনার গয়না হাতিয়ে চম্পট দুস্কৃতীদের। মঙ্গলবার বাড়ির মালিক ফিরে দেখেন সবই লন্ডভন্ড। তিনতলা বাড়ির সব তলায় আলমারি ভাঙা। উধাও জিনিসপত্র। নজিরবীহিন ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে আইটিআই আমবাগান এলাকায়।
জানা গেছে, ওই বাড়ির মালিক পৃথপাল লুথরা। পেশায় স্বর্ন ব্যাবসায়ী। গত ৯ জুলাই পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দিল্লি গিয়েছিলেন। মঙ্গলবার সকালে তাঁরা দুর্গাপুরে ফেরেন। বাড়ি ফেরার পরেই চুরির ঘটনাটি নজরে আসে বাড়ির লোকজনের। পৃথপাল লুথরা জানান, আজই বাড়ি ফিরলাম। দরজার তালা খুলে ছেলে চিৎকার করে উঠল। বারান্দায় পড়ে সব পড়ে। আলমারি ভাঙা। রান্না ঘরে চা তৈরী করে খেয়েছে। বাথরুম নোংরা করে দিয়েছে। ফাঁকা বাড়ি পেয়ে নিশ্চিন্তে লুট করেছে দুষ্কৃতীরা। প্রায় আড়াই'শ গ্রাম সোনার গহনা, সাড়ে সাত'শ গ্রাম রুপোর গহনা। নগদ প্রায় ৫ লক্ষ টাকা চুরি গেছে। বাড়ীতে সিসিটিভি ছিল। বর্ষায় বজ্রপাতে প্রভাব পড়ার শঙ্কায় বন্ধ করে গিয়েছিলাম। পুলিশে অভিযোগ জানাবো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা