কলকাতা, ১৫ জুলাই (হি.স.): মঙ্গলবার আইআইটি মাদ্রাজের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় একটি অত্যাধুনিক পরিকাঠামো সমৃদ্ধ বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র যাত্রা শুরু করল। উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
এক্সবার্তায় তিনি লিখেছেন, “অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলাম। এই প্রশিক্ষণ কেন্দ্র আগামী দিনে জেলার ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
আমি সর্বান্তঃকরণে বিশ্বাস করি, শিক্ষার আলোই সমাজের প্রকৃত চালিকাশক্তি। শুধু আমার জেলা দক্ষিণ দিনাজপুরই নয় সমগ্র পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তিক অঞ্চলে, গ্রাম ও শহরে ছড়িয়ে পড়ুক শিক্ষার এই আলোকধারা। পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা এই রাজ্যকে আরও গৌরবান্বিত করে তুলুক।
এই গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানাই আইআইটি মাদ্রাজের কর্তৃপক্ষকে, একইসঙ্গে আমার পরম স্নেহের প্রতিটি শিক্ষার্থীকে আমার আন্তরিক শুভকামনা জানাই।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত