বালেশ্বরের ঘটনায় ১৭ জুলাই ওড়িশা বনধের ডাক কংগ্রেসের, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
ভুবনেশ্বর, ১৫ জুলাই (হি.স.): ওড়িশার বালেশ্বরে নির্যাতিতার মৃত্যুর ঘটনায় আগামী ১৭ জুলাই ওড়িশা বনধের ডাক দিল কংগ্রেস। পাশাপাশি ওড়িশার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস-সহ মোট ৮টি দল আগামী ১৭ জুলাই ওড়িশা বনধের ডাক দিয়েছে। সিপিআই (এ
বালেশ্বরের ঘটনায় ১৭ জুলাই ওড়িশা বনধের ডাক কংগ্রেসের, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি


ভুবনেশ্বর, ১৫ জুলাই (হি.স.): ওড়িশার বালেশ্বরে নির্যাতিতার মৃত্যুর ঘটনায় আগামী ১৭ জুলাই ওড়িশা বনধের ডাক দিল কংগ্রেস। পাশাপাশি ওড়িশার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস-সহ মোট ৮টি দল আগামী ১৭ জুলাই ওড়িশা বনধের ডাক দিয়েছে। সিপিআই (এম) নেতা সুরেশ পানিগ্রাহী বলেছেন, সম্মিলিত বিরোধী দল সিদ্ধান্ত নিয়েছে, ১৭ জুলাই ওড়িশা বনধ থাকবে।

তিনি বলেছেন, নির্যাতিতা মেয়েটি ওড়িশা সরকার, স্থানীয় সাংসদ ও বিধায়ক, অধ্যক্ষ, জেলা কালেক্টর, এসপি এবং রাজ্য ও কেন্দ্রের উচ্চশিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছিল, কিন্তু কিছুই হয়নি। আমরা পুরো ঘটনার কঠোর বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি, উচ্চ শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং স্থানীয় বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande