পালামু, ১৫ জুলাই (হি.স.): ঝাড়খণ্ডের পালামু জেলাতে ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ি। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ছত্রপুর থানার অন্তর্গত উদয়গড় চৌরাড গ্রামে। জানা গেছে,মাটির নিচে চাপা পড়ে রাজদেব যাদবের (৫৫) মৃত্যু হয়। মঙ্গলবার সকালে পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে রাজদেব যাদব বাড়িতে একা ছিলেন। সে সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। আচমকাই বাড়ির কাঁচা দেওয়াল ভেঙে পড়ে এবং তিনি চাপা পড়েন। তাঁর ছেলে রাজেন্দ্র যাদব ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। এরপরও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য