কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ব্যক্তি
শিলিগুড়ি, ১৫ জুলাই (হি.স.): শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপ এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে মঙ্গলবার প্রমোদ শর্মাকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত ব্যক্তি তার প্রতিবেশী বলে জানা গেছে। ভুক্তভোগীর পরিবার কয়েকদিন আগে কলকাতা থেকে শ
কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ব্যক্তি


শিলিগুড়ি, ১৫ জুলাই (হি.স.): শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপ এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে মঙ্গলবার প্রমোদ শর্মাকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত ব্যক্তি তার প্রতিবেশী বলে জানা গেছে। ভুক্তভোগীর পরিবার কয়েকদিন আগে কলকাতা থেকে শিলিগুড়িতে থাকতে এসেছে।

নির্যাতিতার পরিবার জানিয়েছে, সোমবার সন্ধ্যায় কিশোরীর মা কেনাকাটা করতে বাজারে গিয়েছিলেন। সেই সময় কিশোরী এবং তার বাবা বাড়িতে ছিলেন। তখন পাড়ায় বসবাসকারী প্রমোদ শর্মা বাড়িতে আসেন। এদিকে, কিশোরীকে বাড়িতে রেখে তার বাবা বাজার থেকে তার স্ত্রীকে আনতে যান। অভিযোগ করা হয়েছে যে, এই সুযোগ নিয়ে প্রমোদ শর্মা কিশোরীর উপর যৌন নির্যাতন চালান। কিশোরী এর প্রতিবাদও করে কিন্তু অভিযুক্ত তাকে ভয় দেখায় এবং হুমকি দেয়।

এখানে, কিশোরীর বাবা-মা বাজার থেকে ফিরে আসার পর, অভিযুক্ত পালিয়ে যায়। পরে কিশোরী তার সাথে করা বর্বরতার কথা পরিবারের সদস্যদের জানায়। এরপরই ভুক্তভোগীর পরিবার মাটিগাড়া থানায় প্রতিবেশীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। যার ভিত্তিতে মাটিগাড়া থানার পুলিশ অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করে। মাটিগাড়া থানার পুলিশ পরবর্তী পদক্ষেপ শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande