নাগপুর, ১৭ জুলাই (হি.স.) : বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নাগপুরে রাষ্ট্রীয় সেবিকা সমিতির প্রতিনিধি পরিষদের চার দিনের (১৭ থেকে ২০ জুলাই) বৈঠক। বুধবার রাষ্ট্রীয় সেবিকা সমিতির প্রমুখ কার্যবাহিকা সীতা গায়ত্রী অন্নদানম জানিয়েছেন যে নাগপুরের রেশমবাগে ডঃ হেডগেওয়ার স্মৃতি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই সভায় দেশের ৩৮টি প্রদেশের ৬০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
এদিন সীতা গায়ত্রী জানিয়েছেন, বৈঠকে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্লাস পর্যালোচনা করা হবে এবং কার্য সম্প্রসারণের সময় অর্জিত অভিজ্ঞতা ভাগ করে নেওয়া হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি ও কর্মকাণ্ডে সমিতি সম্পূর্ণভাবে জড়িত থাকবে। সীতা গায়ত্রী এই বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিদের দিয়ে অপারেশন সিন্দুর-এর জন্য সরকারকে অভিনন্দন পত্র দেবেন এবং যুবকদের মধ্যে ক্রমবর্ধমান মাদকাসক্তি সম্পর্কে একটি প্রস্তাব উপস্থাপন করা হবে। বৈঠকে রাষ্ট্রীয় সেবিকা সমিতির প্রধান পরিচালক শান্তাক্কা, প্রধান কার্যবাহিকা সীতা গায়ত্রী সহ আরও অনেকই উপস্থিত থাকবেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি