জয়পুর, ১৭ জুলাই(হি.স.): রাজস্থানে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , নিম্নচাপ তৈরি হওয়ায় শুক্রবার থেকে কোটা ও ভরতপুর বিভাগে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কোটা, বরন ও সাওয়াই মাধোপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
বিগত তিন দিনে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জনের। বুধবার বুন্দিতে ঝর্ণার জলে ভেসে গিয়েছেন পড়ুয়া। দেহ উদ্ধার হয় আনুমানিক প্রায় ৮ ঘণ্টা পর। টোংকে এক বৃদ্ধ এবং করৌলিতে আরও এক যুবকের নদীতে তলিয়ে মৃত্যু হয়েছে।
এক আবহা বিদ জানিয়েছেন, নিম্নচাপটি বিহার ও পূর্ব উত্তর প্রদেশের ওপর তৈরি হয়েছে এবং আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে কোটা, ভরতপুর, জয়পুর,উদয়পুর সহ একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য