ঝাড়খণ্ডের পালামৌ জেলায় সর্বোচ্চ ২০৪ মিমি বৃষ্টিপাত
রাঁচি, ১৭ জুলাই (হি.স.) : ঝাড়খণ্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের যেসব জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে তার মধ্যে রয়েছে পালামৌ, গড়ওয়া, লাতেহার এবং ছত্রা। বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে, গ
ঝাড়খণ্ডের পালামৌ জেলায় সর্বোচ্চ ২০৪ মিমি বৃষ্টিপাত


রাঁচি, ১৭ জুলাই (হি.স.) : ঝাড়খণ্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের যেসব জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে তার মধ্যে রয়েছে পালামৌ, গড়ওয়া, লাতেহার এবং ছত্রা। বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় পালামৌ জেলার চৈনপুরে সর্বোচ্চ ২০৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময়ের মধ্যে ডাল্টনগঞ্জে ১৫৮.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পালামৌ বিভাগের অনেক এলাকায় ৭০ মিমিরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০৮.৫ মিমি, নাভ বাজার ৮২.৭, পাঙ্কি ৯৩.৩, নৌদিহা বাজারে ৭২ এবং ভবনথপুরে ৫৯.৬ মিমি বৃষ্টিপাত। অন্যদিকে, বুধবার থেকে রাজধানী রাঁচি সংহিতার আশেপাশের এলাকায় বৃষ্টিপাত কমেছে। আবার বৃহস্পতিবারও আবহাওয়ার উন্নতি হচ্ছে। তবে মাঝেমধ্যে মেঘ দেখা যাচ্ছে। এখানে, আবহাওয়া বিভাগ রাজ্যের অনেক এলাকায় বজ্রপাত ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে।

বৃহস্পতিবার রাঁচিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৬ ডিগ্রি, জামশেদপুরে ৩৩.৮, ডাল্টেনগঞ্জে ২৬.৪, বোকারোতে ৩২.১ এবং চাইবাসায় ৩২.২ ডিগ্রি সেলসিয়াস।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande