শ্রীনগর, ১৭ জুলাই (হি.স.): আগামী ৬-৭ দিন জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশেভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আবহাওয়া দফতর। এই সময়ে আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগ হতে পারে, তাই আবহাওয়া দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরের ভারী বৃষ্টি প্রত্যাশিত।
পূর্বাভাস অনুসারে, ১৮ থেকে ২০ জুলাই জম্মু ও কাশ্মীরে অনেক জায়গায় মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত এবং জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ২১ থেকে ২৩ জুলাই আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং অনেক জায়গায় মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ