অবৈধ গাঁজা সহ অভিযুক্ত পাচারকারীকে গ্রেফতার
জগদলপুর, ১৯ জুলাই (হি.স.): লোহান্ডিগুড়া থানার পুলিশ সুকমার বাসিন্দা এক অভিযুক্তের গাড়ি তল্লাশি করে ৬ প্যাকেটে ৫১.৫২০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করেছে। অভিযুক্তকে ২০ (খ) এনডিপিএস আইনে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। ধৃতের নাম
অবৈধ গাঁজা সহ অভিযুক্ত পাচারকারীকে গ্রেফতার


জগদলপুর, ১৯ জুলাই (হি.স.): লোহান্ডিগুড়া থানার পুলিশ সুকমার বাসিন্দা এক অভিযুক্তের গাড়ি তল্লাশি করে ৬ প্যাকেটে ৫১.৫২০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করেছে। অভিযুক্তকে ২০ (খ) এনডিপিএস আইনে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। ধৃতের নাম রাজেশ ওরফে রাজেশ্বর যাদব।

গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে এক ব্যক্তি মালকানগিরি ওড়িশা থেকে লোহান্ডিগুড়া হয়ে রায়পুরে একটি পুরানো নীল গাড়িতে করে গাঁজা দুটি প্লাস্টিকের ব্যাগে বহন করছে। তথ্যের ভিত্তিতে, লোহান্ডিগুড়া থানার পুলিশ তারাগাঁও গ্রামের প্রধান সড়কে পৌঁছায় এবং ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। তার গাড়িতে রাখা দুটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৬ প্যাকেটে ৫১.৫২০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande