বিশ্বের সবচেয়ে প্রবীণ ক্রীড়াবিদ ফৌজা সিংয়ের শেষকৃত্য
চণ্ডীগড়, ২০ জুলাই (হি.স.): রবিবার পাঞ্জাবের জলন্ধরে রাষ্ট্রীয় মর্যাদায় বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্রীড়াবিদ ফৌজা সিং-এর শেষকৃত্য সম্পন্ন হল। এর আগে, পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং পাঞ্জাব মন্ত্রিসভার অ
বিশ্বের সবচেয়ে প্রবীণ ক্রীড়াবিদ ফৌজা সিংয়ের শেষকৃত্য


চণ্ডীগড়, ২০ জুলাই (হি.স.): রবিবার পাঞ্জাবের জলন্ধরে রাষ্ট্রীয় মর্যাদায় বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্রীড়াবিদ ফৌজা সিং-এর শেষকৃত্য সম্পন্ন হল। এর আগে, পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং পাঞ্জাব মন্ত্রিসভার অনেক মন্ত্রী এবং নেতারা ক্রীড়াবিদ ফৌজা সিং-এর প্রতি শ্রদ্ধা জানান।

বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্রীড়াবিদ ফৌজা সিং গত ১৪ জুলাই রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মারা যান। ফৌজা সিং-এর পরিবারের অনেকেই কানাডা এবং ইংল্যান্ডে ছিলেন। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত শেষ দর্শনের জন্য মরদেহ রাখা হয়েছিল, এরপর শেষ যাত্রা বের করা হয়েছিল। এরপর, গ্রামের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার ছেলেরা তাদের জন্মস্থান বিয়াস পিন্ডে তাকে দাহ করেন। ফৌজা সিং-এর শেষকৃত্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান উপস্থিত ছিলেন এবং তিনি ক্রীড়াবিদকে শেষবারের মতো বিদায় জানান।

মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুসারে, গ্রামের স্কুলের নাম এখন ফৌজা সিং-এর নামে রাখা হবে। এছাড়াও, গ্রামের স্টেডিয়ামে তাঁর মূর্তি স্থাপন করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধে ফৌজা সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর সঙ্গে বেশ কয়েকটি কথাবার্তাও হয়েছে। তাঁর অবদান ভাষায় বর্ণনা করা যাবে না। মুখ্যমন্ত্রী বলেন, ফৌজা সিং-এর মৃত্যু কেবল পাঞ্জাব নয়, সমগ্র বিশ্বকে শোকাহত করেছে।

পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া বলেন, ফৌজা সিং-এর বয়স ১১৪ বছর। তরুণদের তাঁর দীর্ঘ জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত যে সুস্থ থাকার জন্য শৃঙ্খলা এবং সংযম অপরিহার্য। কাটারিয়া বলেন, তিনি পাঞ্জাবে মাদকের বিরুদ্ধে পদযাত্রা করেছিলেন, তখন ফৌজা সিংও এতে যোগ দিয়েছিলেন। তিনি পুরো এক কিলোমিটার হেঁটেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande