পহেলগাম সন্ত্রাসী হামলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ : অখিলেশ যাদব
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): পহেলগাম সন্ত্রাসী হামলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেছেন, পহেলগামের সন্ত্রাসী হামলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
অখিলেশ যাদব


নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): পহেলগাম সন্ত্রাসী হামলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেছেন, পহেলগামের সন্ত্রাসী হামলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত বিরোধী দলই চায় এটি নিয়ে আলোচনা হোক। সরকারের উচিত কী ঘটেছিল তা প্রকাশ করা এবং এটি গোয়েন্দা ব্যর্থতা কিনা তা প্রকাশ করা। প্রধানমন্ত্রী এবং সরকারের উচিত বিরোধী দলের কথা শোনা।

উল্লেখ্য, পহেলগাম হামলা ও অপারেশন সিঁদুর ইস্যুতে আলোচনা চেয়ে সোমবার লোকসভায় ও রাজ্যসভায় হইহট্টগোল করেন বিরোধী দলের সাংসদরা। যদিও, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে আলোচনা অবশ্যই হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande