বাংলাদেশে বিমান ভেঙে পড়ে ১৯ জনের মৃত্যুতে শোক প্রকাশ মোদীর
নয়াদিল্লি, ২১ জুলাই (হি. স.) : ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বায়ুসেনার বিমান এফ-৭ বিজিআই (F 7 BGI) একটি স্কুলের উপর আছড়ে পড়ে। সোমবার ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ১৯ জন। জখম ১৭১। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী ন
কানাডার ব্রাম্পটনে হিন্দু মন্দিরে হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর


নয়াদিল্লি, ২১ জুলাই (হি. স.) : ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বায়ুসেনার বিমান এফ-৭ বিজিআই (F 7 BGI) একটি স্কুলের উপর আছড়ে পড়ে। সোমবার ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ১৯ জন। জখম ১৭১। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোশ্যাল মিডিয়া পোস্ট করে মোদীর বার্তা, ‘ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত, যাদের অনেকেই তরুণ শিক্ষার্থী। শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয় বেদনার্ত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, ’এই শোকের মুহূর্তে ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং সম্ভাব্য সকল রকম সহায়তা দিতে প্রস্তুত।’

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande