নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): লোকসভায় সোমবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাংসদ মহম্মদ আবু তাহের খান জানতে চান, মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক স্থান হওয়ায় সেখানে একটি পর্যটন সার্কিট গড়ে তোলার কি পরিকল্পনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চল, বিশেষত কলকাতা থেকে মুর্শিদাবাদে স্বল্পসময়ে আরামদায়ক যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব নিয়ে সরকার কি পদক্ষেপ করছে। এই প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনই মূলত পর্যটনের উন্নয়ন ও প্রসারের দায়িত্ব পালন করে। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র তরফে এই বিষয়ে জানানো হয়েছে।
পিআইবি জানিয়েছে, পর্যটন মন্ত্রক ‘স্বদেশ দর্শন (এসডি)’ ও ‘প্রসাদ (প্রার্থনা, ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থানের উন্নয়ন ও সম্প্রসারণ)’ নামক কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আর্থিক সহায়তা প্রদান করে দেশের পর্যটন পরিকাঠামোর উন্নয়নে সহযোগিতা করে থাকে। পশ্চিমবঙ্গ রাজ্যও এই সহায়তার অন্তর্ভুক্ত।
মন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট প্রকল্পের মান, বরাদ্দ অর্থ এবং প্রকল্পের অন্যান্য নিয়মের নিরিখে প্রস্তাবগুলি বিবেচনা করা হয়।
তিনি এও জানান, পর্যটন মন্ত্রক অন্যান্য মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে গন্তব্যস্থলে পৌঁছানোর শেষ মাইল সংযোজনের উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে এবং পর্যটন গন্তব্যের সংহতিমূলক উন্নয়নকে উৎসাহিত করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ