নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠালেন পদত্যাগপত্র। শারীরিক কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।
সোমবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো পদত্যাগ পত্রে তিনি স্বাস্থ্যের জন্য পদ ছাড়ছেন বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, স্বাস্থ্যের প্রতি নজর রেখে এবং চিকিৎসা পরামর্শ মেনে আমি এই মুহূর্তে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি। চিঠিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রতি তাঁর কৃতজ্ঞতার কথাও উল্লেখ করেছেন ধনখড়। উপরাষ্ট্রপতি পদে থাকাকালীন পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যানও ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ