নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): সোমবার কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বামপন্থী নেতা ভি.এস. অচ্যুতানন্দনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁকে একজন নিবেদিতপ্রাণ জননেতা হিসেবে বর্ণনা করেছেন, যিনি কেরলের উন্নয়ন এবং জনসেবার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
সামাজিক মাধ্যম এক্স-এ প্রয়াত নেতার সঙ্গে নিজের একটি পুরনো ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী পোস্টে লিখেছেন, কেরলের মুখ্যমন্ত্রী ভি.এস. অচ্যুতানন্দনের মৃত্যুতে আমি শোকাহত। তিনি জনসেবা এবং কেরলের অগ্রগতির জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। আমরা যখন দুজনেই আমাদের নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলাম, তখন আমাদের অনেক কথা হয়েছিল। এই দুঃখের মুহূর্তে তাঁর পরিবার এবং সমর্থকদের সাথে আমার সমবেদনা।
উল্লেখ্য, সোমবার তিরুবনন্তপুরমের একটি হাসপাতালে মারা যান কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি.এস. অচ্যুতানন্দন। অচ্যুতানন্দন বামপন্থী রাজনীতির একজন গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর সাথে যুক্ত ছিলেন এবং কেরলের রাজনীতিতে তার স্পষ্টবাদী মনোভাব এবং নীতির জন্য পরিচিত ছিলেন। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া