কয়লা আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার প্রয়াস কেন্দ্রীয় সরকারের
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): কয়লা ওপেন জেনারেল লাইসেন্সের আওয়াধীন। ফলে ক্রেতারা তাদের পছন্দমতো প্রযোজ্য শুল্ক দিয়ে চুক্তিবদ্ধ দামে কয়লা আমদানি করতে পারেন। তবে, সরকার কয়লা আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে নানাবিধ ব্যবস্থা নিয়েছে। ভারত সরকারের প্রেস
পার্লামেন্ট


নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): কয়লা ওপেন জেনারেল লাইসেন্সের আওয়াধীন। ফলে ক্রেতারা তাদের পছন্দমতো প্রযোজ্য শুল্ক দিয়ে চুক্তিবদ্ধ দামে কয়লা আমদানি করতে পারেন। তবে, সরকার কয়লা আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে নানাবিধ ব্যবস্থা নিয়েছে। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র তরফে এই বিষয়ে জানানো হয়েছে।

পিআইবি জানিয়েছে, বার্ষিক চুক্তিবদ্ধ পরিমাণ (এসিকিউ) স্বাভাবিক প্রয়োজনের দিকে তাকিয়ে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এসিকিউ বাড়ানোর অর্থ হল, অভ্যন্তরীণ কয়লা সরবরাহ বৃদ্ধি ও আমদানীর ওপর নির্ভরশীলতা কমানো। ডব্লুডিও-র রুট মারফত ইস্পাতক্ষেত্রের ব্যবহারের জন্য এনআরএস সংযোগ নিলামের অধীন কোকিং কয়লার একটি সাব সেক্টর ২০২৪-এর মার্চ মাসে গঠিত হয়। এর উদ্দেশ্য হল, অভ্যন্তরীণ কোকিং কয়লার ব্যবহার বৃদ্ধি করা। সেইসঙ্গে ওয়াসড কোকিং কয়লা অর্থাৎ কয়লা ধোয়ার প্রক্রিয়ার মাধ্যমে যে কোকিং কয়লা পাওয়া যায় তার পরিমাণও বাড়ানো। ফলে কোকিং কয়লা আমদানী কমানো এর মূল লক্ষ্য।

২০২৪-২৫ আর্থিক বছরে কয়লা আমদানীর পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৩-২০২৪ আর্থিক বছরে এই আমদানীর পরিমাণ যেখানে ছিল ২৬৪.৫৩ মিলিয়ন টন ২০২৪-২০২৫-এ তা হ্রাস পেয়ে দাঁড়ায় ২৪৩.৬২ মিলিয়ন টনে। অর্থাৎ ২০.৯১ মিলিয়ন টন আমদানী হ্রাস পাওয়ায় ২০২৪-২০২৫ আর্থিক বছরে পূর্ববর্তী বছরের তুলনায় বিদেশী মুদ্রা ভাণ্ডারে সাশ্রয় হয়েছে ৬০,৬৮১.৬৭ কোটি টাকা।

অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও সরবরাহের মাধ্যমেই দেশে কয়লার বেশিরভাগ চাহিদা মেটানো হচ্ছে। কয়লা মন্ত্রকের পক্ষ থেকে ২০২৯-২০৩০ অর্থবছরের মধ্যে ১.৫ বিলিয়ন টন কয়লা উৎপাদনের উচ্চাকাঙ্খী লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। অপ্রয়োজনীয় কয়লা আমদানীর পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। ওই লক্ষ্যে পৌঁছোনোর জন্যে কয়লা মন্ত্রক ২০২৪-এর ফেব্রুয়ারী মাসে কোল লজিস্টিক পরিকল্পনা ও নীতি চালু করেছে। দক্ষতার সঙ্গে কয়লা উত্তোলনের পরিকাঠামো গড়ে তোলাতেও প্রাধান্য দেওয়া হয়েছে। রাজ্যসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande