অর্থ তছরুপ মামলায় সুপ্রিম কোর্টের স্বস্তি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্ত্রীকে
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): অর্থ তছরুপ মামলায় এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতীকে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কে তিরস্কার করে বলেছে, নির্বাচ
অর্থ তছরুপ মামলায় সুপ্রিম কোর্টের স্বস্তি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্ত্রীকে


নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): অর্থ তছরুপ মামলায় এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতীকে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কে তিরস্কার করে বলেছে, নির্বাচন পর্যন্ত রাজনীতি ঠিক আছে, তবে এতে ইডি-র ব্যবহার করা উচিত নয়।

প্রকৃতপক্ষে, কর্ণাটক হাইকোর্টের আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল ইডি। শুনানির সময় সুপ্রিম কোর্টে ইডির পক্ষে উপস্থিত এএসজি এসভি রাজুকে বলেন, আমাদের মুখ খুলতে বাধ্য করা উচিত নয়। মহারাষ্ট্রে ইডির সঙ্গে আমাদের অভিজ্ঞতা খারাপ। রাজনীতি নির্বাচন পর্যন্ত হওয়া উচিত, তার পরে নয়। তদন্ত সংস্থাগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়।

সিদ্দারামাইয়ার স্ত্রীকে জমি বরাদ্দে জালিয়াতির অভিযোগে ইডি মহীশূর নগর উন্নয়ন অথর্রিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। সেই মামলায় কর্ণাটক হাইকোর্ট থেকে স্বস্তি পেয়েছিলেন পার্বতী।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande