মুম্বই, ২১ জুলাই (হি.স.): অবতরণের সময় বড়সড় দুর্ঘটনা থেকে কোনওমতে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান। সোমবার সকালে কোচি থেকে মুম্বইগামী বিমান অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গেল চাকা। পাইলট বিমানটিকে ফের রানওয়েতে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। এই পরিস্থিতিতে বিমানবন্দরের কর্মীদের সহায়তায় নিরাপদে বিমান থেকে বের করে আনা হয় যাত্রীদের। ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
সোমবার সকাল ৯টা ২৭ মিনিট নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। সে সময় মুম্বইয়ে ভারী বৃষ্টি হচ্ছিল। তার মধ্যেই রানওয়েতে অবতরণের চেষ্টা করছিল কেরলের কোচি থেকে মুম্বইয়ে আসা এয়ার ইন্ডিয়ার বিমানটি। কিন্তু আচমকা ঘটে বিপত্তি! বৃষ্টির জেরে রানওয়েতে পিছলে যায় বিমানের চাকা। তড়িঘড়ি বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানে থাকা সমস্ত যাত্রী ও বিমানকর্মীকে নিরাপদে নামানো হয়। তাঁরা সকলেই অক্ষত রয়েছেন বলে খবর। তবে ঘটনায় দুমড়েমুচড়ে গিয়েছে বিমানের চাকা। বিমানের ইঞ্জিনও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পরেই বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, কোচি থেকে মুম্বইগামী এআই২৭৪৪ উড়ানটি অবতরণের সময় শহর ও রাজ্যের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হচ্ছিল। যার জেরে অবতরণের সময় ভেজা রানওয়েতে পিছলে যায় সেটি। বিমান সংস্থার তরফে আরও জানানো হয়েছে, পরবর্তী উড়ানের আগে বিমানটিকে পরীক্ষানিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ