নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি) স্বচ্ছভাবে তদন্ত করছে, এআই-১৭১ বিমান দুর্ঘটনা প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু। সোমবার লোকসভায় এআই-১৭১ বিমান দুর্ঘটনার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু বলেছেন, এএআইবি স্বচ্ছতার সঙ্গে তদন্ত পরিচালনা করছে... আমি কেবল ভারতীয় মিডিয়া নয়, বরং পশ্চিমা মিডিয়াও তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রচারের চেষ্টা করে এমন একাধিক নিবন্ধ দেখেছি। আমরা যেভাবে তদন্তটি দেখছি তা হল তথ্যের মাধ্যমে। আমরা সত্যের পক্ষে দাঁড়াতে চাই এবং তদন্ত সম্পূর্ণ হলেই তা প্রকাশিত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ