নেপালে গাড়ির ওপর পাথর গড়িয়ে আহত তিন ভারতীয় পর্যটক
কাঠমান্ডু ও আগ্রা, ২০ জুলাই (হি.স.): নেপাল ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে আগ্রার তিন বাসিন্দা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। তাঁদের চলন্ত গাড়ির উপর আচমকা পাহাড় থেকে একটি বড় পাথর পড়ে আহত হন তিনজন। পুলিশ সূত্রে জানা গেছে, কাঠমান্ডুর দিকে যাচ্ছিল একটি পর
ধসের কবলে কাঠমান্ডুগামী গাড়ি, তিন ভারতীয় পর্যটক হাসপাতালে


কাঠমান্ডু ও আগ্রা, ২০ জুলাই (হি.স.): নেপাল ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে আগ্রার তিন বাসিন্দা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। তাঁদের চলন্ত গাড়ির উপর আচমকা পাহাড় থেকে একটি বড় পাথর পড়ে আহত হন তিনজন।

পুলিশ সূত্রে জানা গেছে, কাঠমান্ডুর দিকে যাচ্ছিল একটি পর্যটকবাহী গাড়ি। সেই সময় নারায়ণঘাট-মুগলিং হাইওয়েতে ধস নামলে পাহাড় থেকে গড়িয়ে পড়ে এক বিশাল পাথর, যা গাড়ির সামনের অংশে ধাক্কা মারে। গাড়িতে থাকা তিনজন পর্যটকই গুরুতর আহত হন।

এক পুলিশ আধিকারিক জানান, আহতদের নাম রতেন্দ্র যাদব(৪২), হরমন যাদব(৩৩) ও হিতেন্দ্র যাদব(৩৩)। তিনজনই উত্তর প্রদেশের আগ্রার বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande