জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে বৈষ্ণোদেবীর পথে ভূমিধস; মৃত এক, ৯ জন আহত
জম্মু, ২১ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পুরনো ট্র্যাকটিতে একটি বিশাল ভূমিধসে একজন তীর্থযাত্রী মারা গিয়েছেন। এছাড়াও আরও ৯ জন আহত হয়েছেন। ত্রিকুটা পাহাড়ের চূড়ায় রয়েছে তীর্থযাত্রীদের বেস ক্যাম্প, কাটরা শহ
জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে বৈষ্ণোদেবীর পথে ভূমিধস; মৃত এক, ৯ জন আহত


জম্মু, ২১ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পুরনো ট্র্যাকটিতে একটি বিশাল ভূমিধসে একজন তীর্থযাত্রী মারা গিয়েছেন। এছাড়াও আরও ৯ জন আহত হয়েছেন। ত্রিকুটা পাহাড়ের চূড়ায় রয়েছে তীর্থযাত্রীদের বেস ক্যাম্প, কাটরা শহরে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে একটি বুকিং অফিস এবং একটি ওভারহেড লোহার কাঠামো ধসে পড়েছে।

সোমবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ বনগঙ্গার কাছে গুলশান কা লঙ্গরে ঘটে এই ঘটনাটি, যা যাত্রার সূচনাস্থল। এখানে বেশিরভাগ ঘোড়ার গাড়ি আরোহীরা পুরনো ট্র্যাক ধরে জড়ো হন এবং শহর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত গুহা মন্দিরে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার আগে রেজিস্ট্রেশন করেন। এদিন ভূমিধসের ঘটনার জেরে দুপুর একটা পর্যন্ত তীর্থযাত্রীদের অনুমতি দেওয়া হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande