কাছাড় পুলিশের অভিযানে উদ্ধার ৬.২ কোটি টাকার হেরোইন, গ্রেফতার মণিপুরি দম্পতি
শিলচর (অসম), ২০ জুলাই (হি.স.) : কাছাড়ের ধলাই থানা এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৬.২ কোটি টাকা মূল্যের হেরোইন। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মণিপুরি দম্পতিকে। বিপুল পরিমাণের সফল মাদক উদ্ধারের জন্য কাছাড় তথা আসাম পুলিশকে সাবাশি
কাছাড়ে হেরোইন সহ ধৃত মণিপুরি দম্পতি


শিলচর (অসম), ২০ জুলাই (হি.স.) : কাছাড়ের ধলাই থানা এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৬.২ কোটি টাকা মূল্যের হেরোইন। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মণিপুরি দম্পতিকে। বিপুল পরিমাণের সফল মাদক উদ্ধারের জন্য কাছাড় তথা আসাম পুলিশকে সাবাশি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো ঘটনাটি নিশ্চিত করে জানান, মাদক পাচারের বিরুদ্ধে কাছাড় পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। এই অভিযানের অংশ স্বরূপ এক নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় ধলাই থানাধীন সপ্তগ্রামে এমএন ০১ এএস ১৫৯১ নম্বরের একটি দামি চার চাকার গাড়ির গতিরোধ করে পুলিশের দল। গাড়িটি মণিপুরের চূড়াচাঁদপুর থেকে মিজোরাম হয়ে আসছিল।

পুলিশ সুপার জানান, গাড়িতে তালাশি চালিয়ে কয়েকটি গোপন চেম্বার থেকে ১.২২ কিলোগ্রাম ওজনের সন্দেহজনক হেরোইন ভরতি ৯৯টি সাবানের কেস উদ্ধার করা হয়। বিশাল মাদকগুলি নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয়েছে। হেরোইনগুলির কালোবাজারি মূল্য কমপক্ষে ৬.২২ কোটি টাকা হবে।

তিনি জানান, মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে গাড়ির আরোহী মণিপুরি দম্পতিকে। তারা যথাক্ৰমে মণিপুরের চূড়াচাঁদপুরের সাইকোটের জনৈক লামনেইকাপের ছেলে মাইকেল লাইরেমরুট এবং তার স্ত্রী মেরিনা নেইটিনফল।

তিনি জানান, হেরোইনগুলি ড্রাগ ডিটেকশন কিট পরীক্ষায় পজিটিভ এসেছে। তবে আরও নিশ্চিত হতে হেরোইনগুলি ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande