জিরিবাম (মণিপুর), ২০ জুলাই (হি.স.) : মণিপুরের জিরিবামে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ কেন্দ্ৰীয় বাহিনী পরিচালিত অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৭৬ কোটি টাকার মাদক হেরোইন এবং মেথামফেটামিন ট্যাবলেট।
কেন্দ্রীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অসমের কাছাড় জেলা-ঘেঁষা মণিপুরের জিরিবাম থানার পুলিশকে সঙ্গে নিয়ে আধা সেনাবাহিনী সিআরপিএফ এবং আসাম রাইফেলস আজ রবিবার ভোরের দিকে মাদক-বিরোধী অভিযান চালায়। তাঁরা জিরিবাম ও ফেজারওয়াল জেলার সীমান্তবর্তী চৌধুরীখাল এবং সাভোমফাইয়ের মধ্যবৰ্তী বরাক নদীতে (মণিপুরের জিরিবাম জেলায়) নৌকা টহল দিচ্ছিলেন। এক সময় একটি নৌকা দেখে তার গতিরোধ করতে বলে টহলদারী যৌথ বাহিনী। কিন্তু যৌথ বাহিনীর নির্দেশ উপেক্ষা করে নৌকার গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে মাঝি। তবে স্পিডবোট নিয়ে তার পিছু ধাওয়া করে নৌকাটিকে আটক করেন আধাসেনার জওয়ানরা। ইত্যবসরে বেগতিক দেখে নৌকা থেকে নদীর জলে ঝাঁপিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাঝি। তাকে অবশ্য নদীর জল থেকে পাকড়াও করা হয়। ধৃতকে শিলচরের (অসম) বাসিন্দা বলে পরিচয় পাওয়া গিয়েছে।
এদিকে নৌকাকে আটক করে তা থেকে প্রায় ৭৬ কোটি টাকা মূল্যের ৬১৬টি সাবানের কেসে হেরোইন এবং ৫০ হাজার মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করেছেন যৌথ অভিযানকারীরা।
যৌথ বাহিনীর ধারণা, মায়ানমার থেকে সংগৃহীত মাদক দ্রব্যগুলি মণিপুরের নদীপথ দিয়ে আন্তঃরাজ্য সীমান্ত পার করে অসমের কাছাড় জেলায় পাচারের পরিকল্পনা ছিল ধৃতের। গত কয়েক মাসের মধ্যে উত্তরপূর্ব ভারতে বাজেয়াপ্তকৃত মাদকের মধ্যে আজকের বাজেয়াপ্ত ড্ৰাগসের পরিমাণ সর্ববৃহৎ বলে জানান অভিযানকারীরা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস