ধর্মশালা, ১৯ জুলাই (হি.স.) : শনিবার কাংড়া জেলার ডেহরা-হরিপুর সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। খাইরিয়ান ও সাপডুর রাস্তার মাঝে হঠাৎ করেই একটি প্রাণী বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এই সময় বাইক আরোহী ভারসাম্য হারিয়ে কালভার্টের সাথে ধাক্কা খায়। দুর্ঘটনায় বাইক আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নিহতদের পরিচয় জানা গেছে, চৌরাডি গ্রামের বাসিন্দা ২২ বছর বয়সী সাহিল এবং ৬৫ বছর বয়সী প্যারে লাল। ব্যক্তিগত কাজে সাহিল ডেহরা যাচ্ছিলেন। তিনি তার বাবাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। দুর্ঘটনায় বাবা প্যারে লাল ঘটনাস্থলেই মারা যান এবং সাহিলকে টান্ডা মেডিকেল কলেজে নিয়ে গেলেও চিকিৎসার সময় তিনিও মারা যান। তবে দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া