রাজৌরি, ১৯ জুলাই (হি.স.): মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে নওশেরা পুলিশ আজ শনিবার এনডিপিএস আইনে এক কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ব্যক্তি সাহিল শর্মা ওরফে সাহু। পুলিশ জানিয়েছে, মাদক পাচারের অনেক মামলায় অভিযুক্ত জড়িত ছিল। এই ধরণের অবৈধ কার্যকলাপে তার ক্রমাগত জড়িত থাকার পরিপ্রেক্ষিতে এনডিপিএস আইনে তাকে গ্রেফতার করে জম্মু কারাগারে পাঠানো হয়েছে।
এই পদক্ষেপ মাদকের বিস্তার রোধ করতে এবং রাজৌরির যুবসমাজকে মাদকের অপব্যবহারের প্রভাব থেকে বাঁচাতে রাজৌরি পুলিশের মাদক পাচারের বিরুদ্ধে ক্রমাগত অভিযান চালিয়ে যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া