হরিদ্বার, ১৯ জুলাই (হি.স.) : হরিদ্বারের সাংসদ এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার উত্তরাখণ্ড-উত্তরপ্রদেশ সীমান্ত সম্পর্কিত গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন।
উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে বৈঠকে ইকবালপুর-নাগাল সেচ প্রকল্প নিয়ে আলোচনা করে, সাংসদ ত্রিবেন্দ্র সিং রাওয়াত প্রকল্প সম্পর্কে উত্তরপ্রদেশ সরকারের কাছে পূর্বে পাঠানো প্রস্তাবের কথা উল্লেখ করে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দ্রুত কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের সামনে এটি উপস্থাপন করার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে উভয় রাজ্যের সীমান্তে বসবাসকারী প্রায় পাঁচ লক্ষ নাগরিক সেচ, কৃষি এবং জল সরবরাহের ক্ষেত্রে সরাসরি সুবিধা পাবেন। সাংসদ রাওয়াত লিব্বারহেরি খালের ক্ষতিগ্রস্ত সেতুর অবস্থার দিকেও মুখ্যমন্ত্রী যোগীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি জানিয়েছেন যে সেতুর ক্ষতির কারণে কৃষকরা ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং এটি শীঘ্রই পুনর্নির্মাণ করা প্রয়োজন। তিনি মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশের সীমান্তবর্তী অঞ্চলের সমন্বিত উন্নয়নের জন্য সংলাপ ও সহযোগিতার মনোভাব অত্যন্ত প্রয়োজনীয়। এই উদ্যোগ কেবল কৃষি ও সেচ সুবিধাই শক্তিশালী করবে না, বরং দুই রাজ্যের মধ্যে পারস্পরিক সমন্বয়ের ক্ষেত্রেও একটি নতুন দিক নির্দেশনা প্রদান করবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি