পটনা ও আসানসোলের মাঝে অসংরক্ষিত ‘শ্রাবণী মেলা স্পেশাল’
কলকাতা, ২ জুলাই (হি.স.): আসানসোল– পটনা– আসানসোল অসংরক্ষিত ‘শ্রাবণী মেলা স্পেশাল’ চালানোর কথা ঘোষণা করেছে রেল। রেলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “শ্রাবণী মেলা একটি পবিত্র তীর্থযাত্রা। এটি দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্তকে আকর্ষণ করে। ভগবান শিবের প্
Train


কলকাতা, ২ জুলাই (হি.স.): আসানসোল– পটনা– আসানসোল অসংরক্ষিত ‘শ্রাবণী মেলা স্পেশাল’ চালানোর কথা ঘোষণা করেছে রেল।

রেলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “শ্রাবণী মেলা একটি পবিত্র তীর্থযাত্রা। এটি দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্তকে আকর্ষণ করে। ভগবান শিবের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পবিত্র শ্রাবণ মাসে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশ। এই পবিত্র অনুষ্ঠানের তাৎপর্য উপলব্ধি করে এবং ভক্তদের অতিরিক্ত ভিড় কমাতে, রেল কর্তৃপক্ষ 03511/03512 আসানসোল – পটনা – আসানসোল অসংরক্ষিত ‘শ্রাবণী মেলা স্পেশাল’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত 03511 আসানসোল – পটনা শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন আসানসোল থেকে প্রতি শুক্র, শনিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার মোট ২২টি ট্রিপ দেবে। এর মধ্যে বিকাল ৫টায় টায় ছেড়ে পরের দিন দেড়টায় পটনা পৌঁছাবে।

আগামী ১২ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রতি শনিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার ২২টি ট্রিপ চলবে 03512 পটনা – আসানসোল শ্রাবণী মেলা বিশেষ ট্রেনের। পটনা থেকে রাত ২টো ৫০-এ ছাড়বে। আসানসোল পৌঁছানোর কথা একই দিনে বেলা সাড়ে ১০টায়।

ট্রেনটি চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, জামুই, কিউল, লুকিসারাই, মানকাথা, বাড়িয়া, হাতিদাহ, মোকামা, বার, বখতিয়ারপুর, খুসরোপুর, ফতুহা, পটনা সাহেব এবং রাজেন্দ্র নগর স্টেশনে উভয় দিকেই থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণীর থাকার ব্যবস্থা থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande