ত্রিপুরার মন্ত্রিসভায় কমপক্ষে দু'জন নতুন মুখ অন্তর্ভুক্ত হতে চলেছে, আগামীকাল শপথ
আগরতলা, ২ জুলাই (হি.স.) : ত্রিপুরার মন্ত্রিসভায় কমপক্ষে দু''জন নতুন মুখ অন্তর্ভুক্ত হতে চলেছে। বৃহস্পতিবার রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের সময় চূড়ান্ত করা হয়েছে। বুধবার রাতেও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই কে বা কারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন।
ত্রিপুরার মন্ত্রিসভায় কমপক্ষে দু'জন নতুন মুখ অন্তর্ভুক্ত হতে চলেছে, আগামীকাল শপথ


আগরতলা, ২ জুলাই (হি.স.) : ত্রিপুরার মন্ত্রিসভায় কমপক্ষে দু'জন নতুন মুখ অন্তর্ভুক্ত হতে চলেছে। বৃহস্পতিবার রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের সময় চূড়ান্ত করা হয়েছে।

বুধবার রাতেও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই কে বা কারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন। মন্ত্রিসভার দুই নতুন সদস্যের মধ্যে নলছড়ের বিধায়ক কিশোর বর্মণের নাম ব্যাপকভাবে প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অন্যদিকে মন্ত্রিসভায় অন্য আরেকজন যিনি অন্তর্ভুক্ত হতে পারেন তাঁদের মধ্যে রয়েছেন বিশ্ববন্ধু সেন (বিধানসভার অধ্যক্ষ), রামপদ জামাতিয়া (প্রবীণ জনজাতি নেতা) এবং দীপক মজুমদার (আগরতলা পুর নিগমের মেয়র)। এই নামগুলি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande