ফসলের শিকড়ে পচন ধরছে, হিমাচলে কৃষকদের দুর্দিন
নাহান, ২৭ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশের সিরমাউর জেলার রাজগড় উপমণ্ডল এবং তার আশপাশের এলাকায় বিগত সাত-আট দিন ধরে লাগাতার বৃষ্টিপাত কৃষকদের জন্য বড়সড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সকাল বা সন্ধ্যায় প্রবল বৃষ্টি এবং অন্য সময় প্রচণ্ড রোদের কারণে তা
ফসলের শিকড়ে পচন ধরছে, হিমাচলে কৃষকদের দুর্দিন


নাহান, ২৭ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশের সিরমাউর জেলার রাজগড় উপমণ্ডল এবং তার আশপাশের এলাকায় বিগত সাত-আট দিন ধরে লাগাতার বৃষ্টিপাত কৃষকদের জন্য বড়সড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সকাল বা সন্ধ্যায় প্রবল বৃষ্টি এবং অন্য সময় প্রচণ্ড রোদের কারণে তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে ফসলের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। এই অনিশ্চিত আবহাওয়া বিশেষ করে সবজি ফসলের ব্যাপক ক্ষতি করছে।

রাজগড় অঞ্চল সবজি চাষের জন্য পরিচিত। এখানে প্রায় দুই হাজার হেক্টর জমিতে টমেটো, ক্যাপসিকাম, ফরাসি বীনস এবং আলুর মতন ফসল চাষ হয়। এই ফসলগুলিই কৃষকদের প্রধান রোজগারের উৎস। বর্তমানে ফসলগুলি বিকাশের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, কিন্তু অতিবৃষ্টি এবং তাপমাত্রার আকস্মিক পতনে গাছের ক্ষতি শুরু হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টমেটো ও ক্যাপসিকাম ফসল। কৃষকদের অভিযোগ করেন, অতিরিক্ত আর্দ্রতার ফলে গাছের শিকড় পচে যাচ্ছে, ফলে গাছ হঠাৎ শুকিয়ে যাচ্ছে এবং ফসল একে একে নষ্ট হয়ে যাচ্ছে। আলুর ক্ষেত্রেও অতিরিক্ত জল জমে যাওয়ায় পচনের আশঙ্কা তৈরি হয়েছে।

রবিবার কৃষি উন্নয়ন আধিকারিক সুশীল কুমার, যিনি নিজেও একজন কৃষক,তিনি জানান : টানা বৃষ্টির ফলে জমিতে জল জমে থাকায় শিকড় পচার রোগের সম্ভাবনা বেড়েছে। তিনি কৃষকদের জলনিকাশি ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন, যাতে এই রোগ থেকে ফসলকে রক্ষা করা যায়। তিনি আরও জানান, গাছে রোগের লক্ষণ দেখা দিলে কৃষি দফতরের নির্দেশিত মাত্রায় ডাইথেন, ব্যাভিস্টিন বা কপারযুক্ত ছত্রাকনাশক প্রয়োগ করা উচিত।

সুশীল কুমার কৃষকদের অনুরোধ করেছেন, কোনও সমস্যা হলে যেন দেরি না করে কৃষি দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন, যাতে সময়মতো সঠিক পরামর্শ ও সহযোগিতা পাওয়া যায় এবং ফসল রক্ষা করা সম্ভব হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande