কৈলাসহরে কংগ্রেসকে সংগঠিত করতে বর্ধিত সভা
কৈলাসহর (ত্রিপুরা), ২৭ জুলাই (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে রবিবার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয় শহরের পাইতুরবাজার এলাকায়, বিধায়ক বীরজিৎ সিনহা’র বাসভবনের সভাকক্ষে। সভায় জেলার বিভিন্ন প্রান্ত—ফটিকরায়, কুমারঘাট, পাবিয়াছড়া, করমচ
কংগ্রেসের সভা


কৈলাসহর (ত্রিপুরা), ২৭ জুলাই (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে রবিবার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয় শহরের পাইতুরবাজার এলাকায়, বিধায়ক বীরজিৎ সিনহা’র বাসভবনের সভাকক্ষে। সভায় জেলার বিভিন্ন প্রান্ত—ফটিকরায়, কুমারঘাট, পাবিয়াছড়া, করমচড়া সহ একাধিক অঞ্চল থেকে কংগ্রেসের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এডিসি নির্বাচনকে সামনে রেখে দলকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার কর্মপন্থা নির্ধারিত হয়। সভায় আলোচ্য বিষয়গুলির মধ্যে অন্যতম ছিল স্মার্ট মিটার বিরোধী আন্দোলন, বাল্যবিবাহ রোধ, স্বাস্থ্য পরিষেবা প্রসার ও নেশা বিরোধী প্রচারাভিযান।

সভা থেকে জানানো হয়, আগামী দিনগুলিতে জেলার বিভিন্ন স্থানে পথসভা, বাজারসভা, উঠানসভা সহ ব্যাপক জনসংযোগ কর্মসূচিতে নামবে কংগ্রেস। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিমানবন্দর ও রেল পরিষেবা উন্নয়ন সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বক্তব্য রাখেন বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা সভাপতি মহম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, সহ-সভাপতি অশ্বিনী দেববর্মা, শ্যামল ভট্টাচার্য সহ কংগ্রেস ও যুব কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, সংগ্রাম ও লড়াই ছাড়া বিজেপির অপশাসন থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। বিজেপির চারটি গুণ—অপপ্রচার, দলবাজি, গুণ্ডামি ও খুন। এই অপশাসনের বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ হতে হবে। তবেই কংগ্রেস ফের রাজ্যে সরকার গঠনের পথে এগোতে পারবে।

সভা থেকে জেলা কংগ্রেসের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়—জনগণের পাশে দাঁড়িয়েই দলকে শক্তিশালী করা হবে, এবং রাজ্যজুড়ে বিরোধী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande