পালামৌ, ৩ জুলাই (হি.স.): বৃহস্পতিবার ভোরে গড়ওয়া শহরের শ্রী বংশীধর নগরের ধুরকি মোড়ের কাছে একটি বড় দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন এক গাড়ির আরোহীরা ধুরকি মোড়ের কাছে হঠাৎ একটি গাড়িতে আগুন লেগে যায়। তবে চালকের সতর্ক থাকার কারণে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি। কেবল গাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুনের কারণ শর্ট সার্কিট বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, পথে হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বের হতে শুরু করে। চালক উমেশ কুমার পাসওয়ান সতর্ক থাকায় গাড়ি থামিয়ে সকল যাত্রীকে নিরাপদে বের করে আনেন। এদিকে, গাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে জানায়। দমকল বাহিনী পৌঁছানোর আগেই গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুলিশ ও দমকল বাহিনী আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া