শিলিগুড়ি, ৩ জুলাই (হি.স.): ভক্তিনগর থানার পুলিশ বড় কোনও অপরাধ করার আগেই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন আমজাদ আহমেদ, মহম্মদ হাবিব এবং কামাল থাপা। দুষ্কৃতীদের কাছ থেকে পুলিশ একটি বাইক সহ বেশ কয়েকটি ধারালো অস্ত্রও বাজেয়াপ্ত করেছে।
সূত্র অনুসারে, বুধবার গভীর রাতে ভক্তিনগর থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শহরের সালুগারার জীবনদীপ বিল্ডিংয়ের কাছে অভিযান শুরু করে। এই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পুলিশ তিন দুষ্কৃতীকে ধরে ফেলে। পুলিশ দুষ্কৃতীদের কাছ থেকে বেশ কয়েকটি অস্ত্র, তিনটি মোবাইল এবং একটি বাইক বাজেয়াপ্ত করেছে। পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া