শীতলা মায়ের মন্দির ও মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে উদয়পুরের তাতুয়াটিলায় তীব্র উত্তেজনা
উদয়পুর (ত্রিপুরা), ৩ জুলাই (হি.স.) : শীতলা মায়ের মূর্তি এবং মন্দির ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুরের তাতুয়াটিলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এলাকাজুড়ে।
পুলিশ মোতায়েন


উদয়পুর (ত্রিপুরা), ৩ জুলাই (হি.স.) : শীতলা মায়ের মূর্তি এবং মন্দির ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুরের তাতুয়াটিলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এলাকাজুড়ে।

জানা গিয়েছে, ২৯ জুন গোমতী জেলার উদয়পুরের মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তাতুয়াটিলা এলাকায় শীতলা মায়ের পূজা করার উদ্যোগ নেয় এলাকাবাসী। আর এই পূজার দিন সংখ্যালঘুদের পক্ষ থেকে বলা হয় সেদিন তাদের আজান আছে সেখানে পূজা করা যাবে না। এই নিয়ে শুরু হয়েছিল এলাকায় উত্তেজনা।

বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা দেখতে পায় শীতলা মায়ের মন্দির এবং মূর্তি ভাঙ্গা। এ নিয়ে শুরু হয় এলাকায় উত্তেজনা। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় এই ঘটনা মুসলিম সম্প্রদায়ের লোকজনেরা করেছে।

স্থানীয়দের অভিযোগ বহু বাংলাদেশিরা এখানে এসে অবৈধভাবে বসবাস করছে। প্রশাসন এই ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের লোকজনদের মধ্যে দেখা দেয় উত্তেজনা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাধা কিশোর পুর থানার পুলিশ। পরবর্তী সময়ে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঋষিকেশ সেঠিয়া, মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সহ টিএসআর, সিআরপিএফ সহ প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

পুলিশের উপস্থিতিতে ভেঙ্গে ফেলা শীতলা মায়ের মূর্তি জলে বিসর্জন করে এলাকাবাসী। পুলিশ প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি চালানো হচ্ছে। উভয় সম্প্রদায়ের স্থানীয় বিশিষ্টজনের কাছে প্রশাসনের তরফে অনুরোধ করা হয়েছে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande