লন্ডন, ৩০ জুলাই (হি.স.) : ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বুধবার জানিয়েছে, কাঁধের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পঞ্চম ও চূড়ান্ত টেস্ট থেকে ছিটকে গেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ওভালে শুরু হতে যাওয়া ম্যাচে সহ-অধিনায়ক অলি পোপ দলকে নেতৃত্ব দেবেন। এই মূহুর্তে পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে আছে। স্টোকস এই সিরিজে বিভিন্ন ফিটনেস সমস্যার সঙ্গে লড়াই করেছেন। তাসত্ত্বেও তিনি সিরিজে সর্বোচ্চ ১৭টি উইকেট শিকারী। বুধবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ স্টোকস বলেছেন, “সিরিজটি শেষ করতে না পেরে আমি স্পষ্টতই হতাশ।”
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি