কাউন্টি চ্যাম্পিয়নশিপে ভারতীয়রা: স্পিনারদের জন্য ভালো দিন, উইকেটের মধ্যে চাহাল এবং সাই কিশোর
লন্ডন, ৩০ জুলাই (হি.স.): কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি রাউন্ডের প্রথম দিন অর্থাৎ সোমবার নর্থাম্পটনশায়ারের হয়ে যুজবেন্দ্র চাহাল ছিলেন সেরা বোলার, ডার্বিশায়ারের বিপক্ষে চার উইকেট নিয়ে। চাহাল লুইস রিস, হ্যারি ক্যাম, ব্রুক গেস্ট এবং জ্যাক চ্যাপেলকে আ
কাউন্টি চ্যাম্পিয়নশিপে ভারতীয়রা: স্পিনারদের জন্য ভালো দিন, উইকেটের মধ্যে চাহাল এবং সাই কিশোর


লন্ডন, ৩০ জুলাই (হি.স.): কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি রাউন্ডের প্রথম দিন অর্থাৎ সোমবার নর্থাম্পটনশায়ারের হয়ে যুজবেন্দ্র চাহাল ছিলেন সেরা বোলার, ডার্বিশায়ারের বিপক্ষে চার উইকেট নিয়ে। চাহাল লুইস রিস, হ্যারি ক্যাম, ব্রুক গেস্ট এবং জ্যাক চ্যাপেলকে আউট করে ৩০ ওভারে ১১৬ রানে ৪ উইকেট নেন। ডার্বিশায়ারের সংগ্রহ ৩৪৮/৮। অন্য কোনও বোলার একটির বেশি উইকেট নিতে পারেননি।

ডারহামের বিপক্ষে সারের হয়ে তাঁর দ্বিতীয় ম্যাচে আর. সাই কিশোরও বল হাতে প্রভাব ফেলেন। বাঁ-হাতি স্পিনার অলি রবিনসন এবং ডাচ আন্তর্জাতিক বাস ডি লিডকে আউট করে ১২ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন। সারেকে মাত্র ১৫৩ রানে গুটিয়ে ফেলার ক্ষেত্রে সাই কিশোরের প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande