নদিয়া, ৪ জুলাই (হি.স.): নদিয়ার কালীগঞ্জে ভোট-হিংসায় ৯ বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনার পর ১১ দিন কেটে গেছে। ২৪ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। শুক্রবার গ্রেফতার হলেন আরও ১ জন। ধৃতের নাম কাশেম শেখ।
কালীগঞ্জে উপনির্বাচনের ফল প্রকাশের দিন বিজয় উল্লাসের সময়ই বোমা ফেটে মৃত্যু হয় এক নাবালিকার। ঘটনার পর থেকেই পলাতক ছিল এই অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে ঘটনার দশ দিন পর গোপন সূত্রে পুলিশ তার হদিশ পায়। এরপরই বৃহস্পতিবার পলাশির তেজনগর ঘাটে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই অভিযুক্তের মুর্শিদাবাদে পালানোর ছক ছিল। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত। ধৃতকে শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে ও তিন দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানও হয়।
এখনও অধরা ১৪ জন অভিযুক্ত। দোষীদের গ্রেফতার করে সুবিচার দেওয়ার ব্যাপারে পুলিশের আগ্রহে ঘটতি আছে বলে মনে করেন
তামান্নার মা-বাবা।
এই অবস্থায়, ন্যায়বিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। বৃহস্পতিবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর সঙ্গে দেখা করে, আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছেন সন্তানহারা মা-বাবা।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত