চেন্নাই, ৪জুলাই (হি.স.): চেন্নাইয়ের নিকটবর্তী এক শহর থেকে ফের উঠে এল পারিবারিক হিংসার ছবি। প্রাথমিক সূত্রেই জানা গেছে , তীব্র বিবাদের ফলে কাউন্সিলার স্ত্রীকে কুপিয়ে খুন করে তাঁর স্বামী। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী , শুক্রবার ওই দম্পতির মধ্যে প্রবল বচসা শুরু হয়। স্বামী ওই কাউন্সিলর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয়ে স্ত্রী মারা যান।
বিক্ষুব্ধ স্থানীয়রা স্বামীর বিরুদ্ধে গ্রেফতারের দাবি জানান এবং তাঁর কঠোর শাস্তির দাবি জানায়। পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করে খুনের মামলা রুজু করেছে। এর যথাযথ তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক